নীলফামারীতে বাবার মৃত্যুর পরে চাচারা দখলে নিয়েছে ১০৬শতক জমি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ঘর ছাড়া করেছে ভাতিজা-ভাতিজী ও ভাবীকে। বাবার ক্রয়কৃত সম্পত্তি চাইতে গেলে হতে হয়েছে নির্যাতনের স্বীকার। এখনও নানাভাবে চলছে প্রাণনাশের হুমকি। রোববার(১১ ফেব্রুয়ারী) সংবাদ সন্মেলনে এ কথা জানান ভুক্তভোগী তাবাচ্ছুম আজম অন্তি, তার ভাই তাজমিউল আজম অর্পিত ও মা সামছুন্নাহার ছন্দা।
জানা যায়, ২০১১ সালে পিতা গোলাম আজম বিটুর অস্বাভাবিক মৃত্যুর সময়ে তার নাবালক ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী শশুরবাড়িতে ছিলেন। তাদের অনুরোধ না মেনে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় তার। পরদিন তার ১০৬ শতক জমি চাচারা জবরদখল করে নেয়। এই জমি উদ্ধারে স্থানীয়ভাবে বিচার চেয়েও সঠিক বিচার পাননি তারা।
অবশেষে গোলাম আজম বিটুর পরিবার স্থানীয় আত্মীয়স্বজনের উপস্থিতিতে তাদের একটি হোটেলের দখল বুঝে নেয়। যা স্থানীয় পৌরসভার মেয়র ও প্রশাসন অবগত। তারপর তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন চাচা এনামুল হক রাজু। নির্যাতিত পরিবার এই সন্ত্রাসী ভূমিদস্যু দমনের জন্য নীলফামারীর সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের হস্তক্ষেপ কামনা করছেন।
৩৬৭ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯০ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪০০ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪০৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
৪২০ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪২৬ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩৮ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৩৯ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে