আদমদীঘিতে বিএনপির সদস্য নবায়ন-সংগ্রহ ও ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দামোদর ব্রত ও প্রদীপ প্রজ্জলনের সমাপ্তি আদমদীঘির ছাতিয়ানগ্রামে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর বাঘায় সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদকের মৃত্যু লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনে কোস্টগার্ডের হাতে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক বরিশালে হেযবুত তাওহীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত ভারতে পাচারের আগে সীমান্তে নারী উদ্ধার চাম্পাফুলে কিশোরীর বিয়েতে অভিযান, দুই পক্ষের জরিমানা অরিয়ন হাসপাতালের সাথে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর কর্পোরেট সেবা চুক্তি সম্পন্ন। শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ শেরপুরে আস্থা প্রকল্পের উদ্যোগে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেলের পূর্ণ জয় মৌলভীবাজার জেলা যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত আনুলিয়ায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ : গাছের গুড়ির সাথে ঘের বিচ্ছিন্ন হয়ে সর্বশান্ত মৎস্য উদ্যোক্তা সিদ্দিক নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার উৎসবে যোগ দিতে প্রস্তুত উপকূলের জেলেরা আশাশুনিতে বিচারাধীন সম্পত্তির গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

নরসিংদীর নজরপুরে বিদেশি অস্ত্র ও ম্যাগাজিন সহ গ্রেফতার একজন।

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ১ (এক) টি বিদেশী পিস্তল ও ০১ (এক) টি ম্যাগজিন উদ্ধার, গ্রেফতার-০১। নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়ন থেকে গ্রেফাতার করা হয় আসামী আহসান আহমেদকে।


অদ্য ১৮ নভেম্বর শুক্রবার  রাত অনুমানিক  ২ ঘটিকার সময়  নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূইয়া, এর নেতৃত্বে করিমপুর পঞ্চবটি অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ, এসআই(নিঃ)/কামরুল হাসান ও চৌকস পুলিশ  অফিসারের ফোর্সের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে অভিযান চালায়।


এসময় চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বসত বাড়ির উঠান হতে গ্রেফতার করা হয় আহসান আহমেদ কে। আহসান আহমেদ এর পিতার নাম আসামী মনু মিয়া, তিনি নজরপুর ইউনিয়নের চম্পকনগর  গ্রামের স্থায়ী বাসিন্দা।


গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিতি প্যান্টের কোমড়ের বাম পাশে গোজা অবস্থা হতে ০১টি সচল পিস্তল ও ০১ এটি ম্যাগজিন উদ্ধার করেন। পিস্তলটি বাট সহ লম্বা অনুমান ৮ ইঞ্চ, বাট লম্বা অনুমান ৩.৮ ইঞ্চি, বাটের দুই পাশে কাঠ সদৃশ গায়ে গাঢ় খয়েরী রংয়ের প্লাষ্টিক লাগানো এবং পিস্তলটি ধুসর রংয়ের, পিস্তলের দুই পাশে বডিতে ইংরেজিতে MADE USA খোদাই করা অষ্পষ্ট লেখা আছে। প্রাপ্ত আলামত ১৮/১১/২০২২ তারিখ ০০.৪০ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করা হয়। 


আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামী ২। শান্ত (২২), পিতা-আব্দুল জলিল, সাং-ঘোড়াদিয়া (সংগীতা), মোল্লার ছাড়াবাড়ী, থানা ও জেলা-নরসিংদী এ/পি সাং-চম্পকনগর (মামা কাউসার এর বাড়ী), থানা ও জেলা-নরসিংদী মর্মে নাম ঠিকানা প্রকাশ করে। উক্ত আসামী স্বাক্ষীদের সম্মুখে আরো স্বীকার করে যে, সে নিজে ও ২নং আসামী শাস্ত ৩নং আসামী জালাল উদ্দিন সরকার (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন সরকার ,সাং- দড়ি নবিপুর, থানা ও জেলা-নরসিংদীর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে উক্ত বিদেশী পিস্তলটি গত ৯/১০ মাস পূর্বে সংগ্রহ করে কখনো ১নং আসামী ও কখনো ২নং আসামীর হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনা করত। 


আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর