বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ভোটার ছবি সংগ্রহের সময় পরিষদে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান ও দুই গ্রাম পুলিশসহ আহত ৫। রবিবার (২১ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মিঠু হাওলাদার(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে পরিষদে নতুন ভোটার সংগ্রহের জন্য ছবি তোলার সময় এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারিদের মারপিটে ৭ নং ওয়ার্ড গ্রামপুলিশ ইউনুছ আলী হাওলাদার (৪৩)ও ৯নং ওয়ার্ড গ্রাম পুলিশ মো. লাভলু হাওলাদার (৩৫) নামের দুই গ্রামপুলিশ আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ বলেন, নতুন ভোটারের জন্য ছবি তোলার সময় শৃংখলা ভঙ্গ করে বারইখালী ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসাহাক হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার হট্টগোল সৃষ্টি করে তার দল নিয়ে পরিষদে হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
এ ব্যাপারে বারইখালী ইউনিয়নের দফাদার মোঃ আবুল কালাম হাওলাদার (৪৩) বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, মামলা হয়েছে। মিঠু হাওলাদার নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৪৬১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৭২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫১০ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫১২ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৫১২ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৫১২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৫১৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৫১৫ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে