সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বাদীর কাছে টাকা চাইলেন এসআই, না দেয়ায় হয়রানি

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে যৌতুক মামলার ওরেন্টভুক্ত আসামি ধরতে বাদীর কাছে অর্ধ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআইয়ের নাম আবুল হোসেন।

দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় উল্টো বাদীকে বিভিন্নভাবে হয়রানি করেছেন ওই এসআই। এমনকি  আসামীকে দিয়ে বাদীর নামে থকনায় একটি চুরির অভিযোগ করান ওই এসআই। পরে বাদিকে আটক করার হুমকি দেন। 

এ ধরনের হুমকি পেয়ে ভুক্তভোগী ওই নারী সোমবার (২১ আগস্ট) বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের মৃত জিন্নাত আলী জোমাদ্দারের ছেলে শামসুল হক জোমাদ্দারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের এক বছর পরে স্বামী তার কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় সে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করলে এ ঘটনায় গত ৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (১ম) যৌতুক নিরোধ আইনের মামলা করে সে। মামলাটি আমলে নিয়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা মির্জাগঞ্জ থানায় আসলে থানার এসআই আবুল হোসেন ভুক্তভোগী ওই নারীকে ফোন করে দেখা করতে বলেন। দেখা করলে তার কাছে আসামিকে গ্রেফতার করার জন্য টাকা দাবি করে এসআই। একপর্যায়ে বাড়িতে এসে ভুক্তভোগী ওই নারীকে না পেয়ে তার বৃদ্ধা মায়ের কাছে ৫০,০০০ টাকা দাবি করেন আবুল হোসেন। পরে মামলার তারিখে আদালতে হাজির হয়ে সংসার করতে রাজি হওয়ার শর্তে আসামীর (স্বামী) জামিন হয়। জামিনের পরে তার স্বামী তাকে বাবার বাড়ি থেকে পাঁচজন লোকসহ এসে তার বাড়িতে নিয়ে যায়। এরপর ২৬ জুন রাতে এসআই আবুল হোসেন একটি নোটিশের ফটোকপি নিয়ে এসে ওই নারীর কাছে গিয়ে তালাক হয়েছে বলে স্বামীর ঘর থেকে বের হতে বলেন। এতো রাতে বের হতে না চাইলে তাকে টেনে-হিঁচড়ে জামাকাপড় ছিড়ে মারধর করে ঘরের দরজার সামনে ফেলে রাখে। পরে ঘরের ভিতরে ঢুকে তার মোবাইল ফোন দিয়ে সবকিছুর ভিডিও করে চলে যায়। পরে ওই নারী ওড়না আনার কথা বলে ঘরের ভিতরে গিয়ে বসে পড়ে। এরপরে হুমকি-ধামকি দিয়ে সকালের মধ্যে ঘর ছেড়ে যেতে বলে শাসিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ওই নারীর মুঠোফোনে কল করে সমাধান করে দেবে বলে আবারও টাকা দাবি করে। এই ঘটনার কিছুদিন পরে ওই নারী আবারো তার বাবার বাড়িতে চলে যায়। পরে ওই নারীসহ তার পরিবারের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে জানিয়ে আবারো টাকা দাবি করেন এসআই আবুল। যদি টাকা দেওয়া না হয় তাহলে তাদের আটক করে থানায় নিয়ে যাবে বলে হুমকি দেন।

ভুক্তভোগী শারমিনের মা বলেন, গত শনিবার আবুল হোসেন বাড়িতে এসে এই বলে হুমকি দেয় যে "আপনাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। যদি টাকা দেওয়া না হয় তাহলে আপনাদের সবাইকে গ্রেফতার  করে থানায় নিয়ে যাওয়া হবে।"

এ বিষয়ে অভিযুক্ত এসআই আবুল হোসেনের সাথে  থানায় গিয়ে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বক্তব্য না দিয়ে ফোনে বক্তব্য দেওয়ার কথা বলেন। পরে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, উক্ত ঘটনাটি আমি যোগদানের পূর্বে ঘটেছে। তাই এই বিষয়ে আমি অবগত নই। আগে ঘটনাটি জেনে তারপর বলকে পারবো। তাছাড়া যদি আমার কাছে কোন কপি আসে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অফিসিয়াল ফর্মালিটিজ মেনে ব্যবস্থা গ্রহণ করবো।

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হোসেন  বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর


মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫৮ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে