টাঙ্গাইলের মধুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মধুপুর উপজেলা চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সালাম প্রদর্শন করা হয়।
পরে উপজেলা হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান, মধুপুর থানা তদন্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ফরহাদুল আলম মনি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক জিহাদি প্রমুখ।
উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী। বক্তাগণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবন ও কর্মের বিভিন্ন দিক দিয়ে আলোচনা ও ৬ জন অসচ্ছল/অসহায় নারীর মাঝে সোলাইমেশিন বিতরণ করে।
২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে