কক্সবাজারের কুতুবদিয়ায় পরিষ্কার পরিচন্নতা অভিযানে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।গত কয়েক দিনে অস্থির পরিস্থিতিতে স্থানীয় বাজার নোংরা হয়েছে। এমন পরিস্থিতিতে উপজেলায় পরিচ্ছন্ন রাখার কাজে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।বুধবার ( ৭ আগস্ট ২০২৪)সকাল থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। উপজেলায় যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধুরুং বাজারে শিক্ষার্থী রাস্তা পরিষ্কারের কাজ করছেন। কেউ কেউ ময়লা-আবর্জনা কুড়িয়ে কালো ও সাদা রঙের বড় আকারের কিছু বস্তায় ঢোকাচ্ছেন। আবার কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবালু পরিষ্কার করছেন। সবার হাতেই গ্লাভস, মুখে মাস্ক ছিল।একাধিক শিক্ষার্থী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে পরিষ্কার পরিচন্নতা অভিযান চালাচ্ছি।
১২ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে