শুক্রবার (৯ মে) সারাদেশে একযোগে ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ ৪৯৫টি হাবের উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছা উপজেলা হাবের দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন পীরগাছা হাব ইনচার্জ হাফেজ নুর আলম। দোয়া শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ মার্কেটিং বিভাগের বিশেষ প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরীয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা বাজার ব্যবসায়ী ডা. হাবিবুল্লাহ, জুয়েল রানা, ফারুক হোসেন, আলমগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, বাদশা মিয়া, মামুন মিয়া সহ আরও অনেকে।
মার্কেটিং বিভাগের বিশেষ প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ ৪৯৫টি হাবের উদ্বোধন করা হয়েছে। ১০ মে থেকে বুকিং ও ডেলিভারী কার্যক্রম শুরু হবে। নতুন প্রতিষ্ঠান হিসেবে বিশেষ কোন সুযোগ-সুবিধা আছে কিনা-এর জবাবে তিনি বলেন, আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস আছে। প্রতিটি উপজেলায় আমাদের হাব আছে। হাতের নাগালে সেবা পাবে গ্রাহকরা। আর প্রতিযোগিতার যুগে অধিকাংশ কুরিয়ার সার্ভিস ২৪-৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারী দেওয়ার প্রতিশ্রুতি করলেও পাঁচদিনও পণ্য ডেলিভারী দিতে পারেনা। সেক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ৭২ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারী দেব।