পদত্যাগের এক দফা দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন ভর্তি পরীক্ষার দিনেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হননি। যদিও তিনি বরিশালে অবস্থান করছিলেন এবং বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন, তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যাননি।
শুক্রবার ( ৯মে ) সকাল ১১ টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা)
এর ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের একটি বার্তার মাধ্যমে জানায় , GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার A (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. শুচিতা শরমিন এবং
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ অন্যান্যরা। A ইউনিটে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬১ জন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আমরা গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে আমরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। সেই অনুযায়ী আজ আমরা ক্যাম্পাসে অবস্থান করেছি। কিন্তু উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ে আসেননি।”
তবে ট্রেজারার অধ্যাপক ড.মো: মামুন অর রশীদ বলেন, “উপাচার্য আজকে পরিক্ষার কেন্দ্রে আসেন নি।” না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সে বিষয়ে আমি জানি না তিনি কেনো আসেন নি”।
৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে