চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

কুতুবদিয়া ঘাট পারাপারে সমস্যা নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবিতে মানববন্ধন

মূল ভু-খন্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজার জেলার সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়া। প্রায় দু’লাখ মানুষের বসতি এ যাতায়াতের জন্য নৌপথে ডেনিস বোট, স্পীড বোট দিয়ে পাড়ি দিতে হয় গভীর সাগর। সেক্ষেত্রে রয়েছে পাঁচটি জেটিঘাট। তন্মধ্যে খুবই ব্যস্ততম বড়ঘোপ স্টিমার ঘাট ও দরবার জেটিঘাট। দৈনিক এ দু’টি জেটিঘাট দিয়ে পারাপার হয় প্রায় দৈনিক ২/৩হাজার মানুষ।


সেটাকে কেন্দ্র করে ঘাটের ইজারাদার কিছু কথিত ব্যক্তির সমন্বয়ে ঐক্যবদ্ধ হয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে ওই সিন্ডিকেটের কবলে জিম্মি দ্বীপের প্রায় দু’লাখ মানুষ। ঘাট পারাপারে এমন নৈরাজ্যর প্রতিবাদে মঙ্গলবার (৯আগস্ট-২০২৪) উপজেলার বড়ঘোপ বাজারে ৯দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া।


এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া উপজেলার ছাত্রনেতা কাজী তাহমিদ, নাদিম জোহায়ের তানিম, বেলাল উদ্দিন, সিদ্রাতুল মোনতাহি, তারেক উদ্দিন সহ আরও অনেকে। সঞ্চালনা করেন রিদুয়ানুজ্জামান হেলালী। পরে ঘাট পারাপারের সমস্যা নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবী উত্থাপন করা হয়। দাবীগুলো পাঠ করে শোনান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা কাজী তাহমিদ।


• দাবিগুলো হলো


(১) ডেনিস ভোটের ভাড়া এবং স্পিডবোটের ভাড়া মহেশখালীর নতুন ভাড়ার সাথে সমন্বয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো ড্যানিসবোট জনপ্রতি ২৫ টাকা, স্পিডবোট ৭০ টাকা।


(২) ব্যবসায়ীদের মালামালের অতিরিক্ত ফি আদায় রোধকল্পে চুক্তিপত্রের নির্ধারিত মালামালের ভাড়ার হার এর তালিকা টাঙাতে হবে। নিজের প্রয়োজনে আনা হাতের মালামালের কোন ভাড়া চার্জ করা যাবে না।


(৩) ড্যানিসবোট এবং স্পিডবোটের যাত্রী সংখ্যা নির্দিষ্ট করা এবং লাইফ জ্যাকেট নিশ্চিত করা।


(৪) প্রতি ৩০ মিনিট পর-পর ডেনিস বোট চালুর নিয়ম করতে হবে। যাত্রীসংখ্যা কম থাকলে নিয়ম মানতে হবে এবং সেক্ষেত্রে বেশি ভাড়া চার্জ করা যাবে না।


(৫) জেটিতে উপযুক্ত পরিমাণ লাইট এবং সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।


(৬) স্পিডবোটের যাত্রীসংখ্যা বাড়ানো এবং ভাড়া কমানোর বিষয়ে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।


(৭) জেটিসমূহের যাত্রী ছাউনি এবং শৌচাগার মেরামত করতে হবে।


(৮) অনিতিবিলম্বে ইজারা প্রথা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি বছরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নিমিত্তে উভয়দিকে টিকিটের ব্যবস্থা করতে হবে।


(৯) কুতুবদিয়ার উন্নয়নে বাধা সৃষ্টিকারী বিগত আমলের লুটেরাদের সকল সিন্ডিকেট ভাঙতে হবে এবং তাদের কাজ দেওয়া থেকে বিরত থাকতে হবে।


এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক এম রিদুয়ানুজ্জামান হেলালি আরো বলেন, ৭২ ঘন্টার মধ্যে যদি কুতুবদিয়া উপজেলা প্রশাসন আমাদের ৯দফা সমূহ মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

আরও খবর





ঈদের আনন্দের পূর্ণতা শিশুদের উদযাপনেই

৩৯ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে