কক্সবাজারের কুতুবদিয়ায় আসন্ন ঈদুল আজহা কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠে উপজেলার বড়ঘোপ ও ধুরুং বাজারের পশুর হাট। কোরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্য চলছে ধর কষাকষি।উপজেলার দুটি পশুহাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সোমবার (১১ জুন) বড়ঘোপ বাজার পশুহাটে গরু বিক্রি করতে আসা রহিম বলেন, গত বছরের তুলনায় এখন গরু ও ছাগলের দাম তুলনামূলক বেশি। আজকে হাটে একটি আমার পালিত গরু এনেছিলাম। গরুর আশানুরূপ দাম না হওয়ায় বিক্রি করিনি। আগামী হাটে বিক্রি করবো। এমনই আরোও এক গরু পালনকারী বলেন, আমার একটি গরু আছে ৬/৭মণ হবে প্রায়। এখনও বিক্রি করিনি। আশা করছি, দুই লাখ টাকায় গরুটি বিক্রি হবে। এর আগে একটি হাটে নিয়েছি। গরুটিকে কোনো ওষুধ খাওয়ানো হয়নি। ওষুধের মাধ্যমে গরু মোটাতাজা করলে ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলে, দামও কম হয়।
১২ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে