কক্সবাজারের কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারে অলীকুল সম্রাট সুলতানের আরেফীন উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণপুরুষ, গাউসে মোখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:) এর ২৪তম ২দিন ব্যাপী বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ জাতির কল্যাণ কামনা করে সোমাবার গভীর রাতে লাখ লাখ ভক্ত আশেকের আমিন আমিন ধ্বনি আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হয়।১৯ ফেব্রুয়ারি বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফের মূল কার্যক্রম হলেও ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়। ওইদিন হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরামগনের নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা, বাবাজান কেবলাকে নিয়ে ভক্তদের স্মৃতিচারণ, হামদ-নাত ও শানে গাউসে মুখতারসহ বিভিন্ন গজল পরিবেশন করেন।গতকাল সোমবার প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ-নসিহত ও বিভিন্ন জ্ঞানী-গুণি ব্যক্তিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং রাওজাকে ঘিরে ভক্তরা দোয়া, দরুদ,মিলাদ,কিয়াম, জেয়ারত, যিকির-আযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্জাদা আলহাজ্ব শেখ ফরিদ আল-কুতুবী (মা.জি.আ.)। কুতুব শরীফ দরবারে প্রতিদিন মানুষের ঢল নামে,তবে পবিত্র বাষিক ওরশ ও ফাতেহায় প্রতি বছর অন্তত প্রায় ১০/১২ লাখ ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা হলেও নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশে ওয়াজ মাহফিল শ্রবণ, মাজার জেয়ারত ও জাতিধর্ম নির্বিশেষে সকলস্তরের ভক্ত-অনুরক্তগণকে ত্বাবারুক বিতরণ, যা সরাসরি দরবারে না আসলে দেশের একমাত্র শিরক-বেদায়াতমুক্ত এ মহান অলির দরবারের ক্বরামতি ও কর্ম কর্মযজ্ঞ কল্পনা করাই মুশকিল। ইসলামী শরিয়াহ্ পরিপন্থী অপসাংস্কৃতির বিরুদ্ধে হযরত মালেক শাহ - (রহ)’র কঠোর অবস্থান ও তাঁর আদর্শ, আনুগত্য, কর্মনিষ্ঠা ও আকর্ষনীয় ব্যক্তিত্বের প্রতি মানুষের আগ্রহ প্রবল। ফলে তাঁর ওরশ ও ফাতেহা শরীফে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগমও বেড়েই চলেছে বলে জানান এন্তেজামিয়া কমিটি।এছাড়া আগত ভক্তদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দরবারের বিভিন্ন স্বেচ্ছা-সংগঠনের কর্মীবৃন্দ দায়িত্ব পালন করেন।
১২ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৭ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৭ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৯ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে