দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসন থেকে তৃতীয় বারের মতো বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি কক্সবাজার-২ আসনে আ.লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন প্রপ্তির খবরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী ও সাধরণ সম্পাদক খোরশেদ আলমের নেত্বতে উপজেলার বড়ঘোপ বাজারে যুবলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সক্ষিপ্ত সভা করে শেষ হয়।
উল্লখ্য,গত ১১ নভেম্বর মহেশখালী উপজেলায় মাতারবাড়ী জনসভা মঞ্চে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-২ আসনের সংসদ-সদস্য আশেক উল্লাহ রফিককে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে তাকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, আশিককে দিয়ে গেলাম,আপনাদের হাতে।’ অবশেষে তা সত্যি হলেন আশেক উল্লাহ রফিককে ৩য় বারের মত দলীয় মনোনয়ন দিলেন।
দলের প্রতি তার ত্যাগ-তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবারও এই আসনে তাকে ৩য় বারের মতো মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আশেক উল্লাহ রফিক প্রথমে ২০১৪ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আজাদকে পরাজিত করে এমপি নির্বাচিত হন আশেক।
সম্প্রতি কুতুবদিয়া উপজেলায় প্রথম বারের মত জাতীয় গ্রিডে বিদ্যুতের পাশাপাশি তারঁ আমলে উপজেলা জুড়ে বিস্তৃতি ঘটেছে নানা উন্নয়নমূলক প্রকল্পের। সুপার ডাইক বেরিবাধ প্রকল্প, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবণ নির্মাণ, অসংখ্য ব্রিজ-কালভার্ট-সেতু, সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, নদী-খাল খননসহ জনহিতকর উন্নয়নমূলক কাজ করেছেন। যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম,সাংগঠিন সম্পাদক জুনাইদুল হক সহ উপজেলার ইউনিয়ন, ও ওয়ার্ড যুবলীগের অসংখ্য নেতাকর্মীরা।
১২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে