কুষ্টিয়ার কুমারখালীতে রিয়া খাতুন(২১) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া খাতুন ঝিনাইদহ জেলার শৈলমারী এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে মেয়ে। তিনি ধলনগর এলাকার আনছার শাহ’র ছেলে আকাশের স্ত্রী।
নিহতের মা সখিনাসহ স্বজনদের অভিযোগ, ২-৩ বছর কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর এলাকার আনছার শাহর ছেলে আকাশের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শাশুড়ীর সাথে বিরোধ লেগেই থাকতো। রিয়াকে মাঝে-মধ্যেই মারপিট ও নির্যাতন করতেন শ্বশুরবাড়ীর লোকজন। কিছুদিন আগেও হাসুয়া দিয়ে কুপাতে গিয়েছিল। সে সময় প্রাণে বাঁচতে ঠায় নেয় প্রতিবেশীর বাড়ীতে। এ ঘটনার পরে নিজের মেয়েকে নিয়ে বাড়ী আসেন তার বাবা মা। কিছুদিন অতিবাহিত হলে আকুতিমিনতি করে তার স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন তাকে ফিরিয়ে আনে। তারপরেও নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ রবিবার মরদেহ উদ্ধার করে পুলিশ। শশুরবাড়ীর লোকজন রিয়াকে আতœহত্যা বলে।
তবে আত্মহত্যা নিয়ে সংকোচ। বিষয়টি পরিকল্পিত হত্যা বলে পরিবারের দাবি।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান এসআই। বিষয় টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
৩৫১ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬৮ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯৩ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪০৫ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪০৮ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪২৯ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৪৪ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে