আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মৃত হাজের গাজীর পুত্র মোঃ আছের আলী গাজী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এ অভিযোগ করেন।
বাদী ও অভিযোগ সুত্রে জানা যায়, বাদী দক্ষিণ বেদকাশী মৌজার এসএ খতিয়ান নং ৫৯৯ এসএ ৫০০৭ নং দাগে মোট জমির পরিমাণ ০.৩৩ একর সম্পত্তি খরিদ সুত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছেন। কিন্তু আলাউদ্দিন ও আবুল হোসেন গাজী জোর পূর্বক বাদীর জমি হইতে ড্রেজার মেশিন লাগাইয়া বালু উত্তোলন করিতেছে। তারা কোন আইন আদালত না মানিয়া সম্পূর্ণ গায়ের জোরে বলিয়ান হয়ে প্রভাবশালিদের দ্বারা প্রভাবিত হইয়া বালু উত্তোলন চলমান রাখিয়াছে। বিবাদীরা জমির যে স্থান হইতে বালু উত্তোলন করিতেছে তাহার আশেপাশে জনবসতি রহিয়াছে। বালু উত্তোলনের কারণে বাড়ি ঘরে ফাটল ধরিয়াছে। যেকোনো সময় বাড়ি ঘর ভেঙ্গে পড়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান। সেখানে যাইয়া বাদী তাহাদের অন্যায় কাজে বাধা প্রদান করিলে আমাকে লাঠিসোঠা লইয়া মারপিট করিতে উদ্যত হইয়া তাড়াইয়া দেয়। হুমকি দিয়া বলিতেছে যে তাদের ক্ষমতা উপরের লেভেলের, এরপর বাধা দিলে এলাকা ছাড়া করিবে। ইতিপূর্বে আমি বিভিন্ন উপায়ে উপজেলা প্রশাসনকে অবহিত করিলে তাৎক্ষনিক বালু উত্তোলন বন্ধ হলেও পরবর্তীতে তারা ড্রেজার মেশিন দিয়া বালু উত্তোলন অব্যহত রাখিয়াছে। বাদীর জমি হইতে জোর করে বালু উত্তোলন করা যাহা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল হোসেন মুঠোফোনে জানান আমরা বাদীর জমি থেকে বালু উত্তোলন করছি না। আমরা রাস্তার কাজে নিজেদের জমি থেকে বালু উত্তোলন করছি। উপজেলা নির্বাহী অফিসার কয়েকবার কাজ বন্ধ করলেও আমাদের কাজ একটু বাকী থাকায় কাজ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি, গ্রাম পুলিশ পাঠিয়ে তাৎক্ষনিক বন্ধ করেছি। তবুও যদি তারা আবার বালু উত্তোলন করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
৩ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪১ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৪২ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
৮১ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯৭ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১১৪ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
১১৭ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে