খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছ গ্রামের মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ালো কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু।
দেশ টিভি ফেইসবুক পেইজে টাকার অভাবে ভর্তি বন্ধ আব্দুল্যার শিরোনামে সংবাদ প্রকাশের পর তা দৃষ্টিগোছর হয় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর।তিনি তাৎক্ষনিক আব্দুল্যাহর সাথে দেখা করে তার ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিবেন বলে জানান।
মেধাবী আব্দুল্যাহ আল মামুন এ বছর চবিতে খ ইউনিটে ৯৪৭ তম স্থান অর্জন করেছ।ভূমিহীনদের জন্য নির্মিত কয়রার গোবরা গুচ্ছগ্রামে ৫০ নম্বর ঘরে থাকে আব্দুল্যাহর পরিবার।
ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছ্বাসে ৩ বিঘা ধানি জমি সহ ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হয়েছে আব্দুল্লাহর পরিবার। সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহর দিনমজুর পিতা আবু বকর মোড়ল হাতের একটি আঙ্গুল খুইয়ে কাজকামে প্রায় অক্ষম । আব্দুল্যাহর পড়াশুনা চালিয়ে চালিয়ে যাওয়ার জন্য জাগরনী চক্র ফাউন্ডেশন থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নিয়েছিলো তার পরিবার। সেই ঋনের কিস্তি শোধ না হতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখবর পায় । ঋণের ভারে বিপর্যস্ত আবু বকর মোড়ল ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন কি না এই শংকায় প্রহর গুনছিললেন।
কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন,অবহেলিত কয়রা উপজেলার বহু মেধাবী ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পায় যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।এলাকার দরিদ্র শিক্ষার্থী যারা অর্থের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, তাদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে।
আব্দুল্যাহর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কয়রা উপজেলা ছাত্রলীগ সহযোগিতা করবে বলে জানতে পেরে আব্দুল্যাহর মা ফাতেমা খাতুন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৪৮ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে
৮৯ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৫ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
১২২ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে