নড়াইলের লোহাগড়ায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ভ্যানচালক রেজাউল সরদারের (৫০) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গরুর মালিক রেজাউল সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাচানোর জন্য প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে মশার কয়েল জালিয়ে রাখি।
রাত ৩ টার দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা পাঁচটি গরু এবং দুইটি ঘর পুড় গেছে। আগুনে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরুর মালিক রেজাউল সরদারের পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং দুইটি ঘর পুড় গেছে। এতে তাঁর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ রেজাউল সরদারকে সব ধরণের সহযোগিতা করার চেষ্টা করব।
১৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৩ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
৭৩ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৮৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯৩ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৯৭ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে