জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
০৩ এপ্রিল (সোমবার) বিকেল ৩টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্যকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য স্থানীয় নেতাদের পরামর্শ দেন হুইপ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দিন, স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরোও অনেকে।
এর আগে সড়ক দুর্ঘটনায় আহত ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল এর বাসভবনে তাঁকে দেখতে এবং সার্বিক খোঁজ খবর নিতে যান হুইপ স্বপন।
১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে