জয়পুরহাটে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ভিকটিম উদ্ধার ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে সোমবার (২৩ অক্টোবর) বিকালে জয়পুরহাট রেল স্টেশন এলাকা থেকে অপহরণকৃত এক কিশোরীকে উদ্ধারসহ অপহরনকারীকে আটক করা হয়েছে।
আটককৃত অপহরনকারী দিনাজপুর জেলার পার্বতিপুর থানার পশ্চিম হুগলিপাড়া এলাকার রবিউল আকতারের ছেলে তাওফিক রহমান নিশান (১৮) ও উদ্ধারকৃত ভিকটিম জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার হাশেম আলীর মেয়ে মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬)।
জয়পুরহাট থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ২০ অক্টোবর সন্ধা থেকে সাবিলা আক্তার জান্নাতি নিখোঁজ হলে বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই নিখোঁজের মা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধার করে এবং সন্দেহজনক অপহরণকারীকে আটক করে র্যাব।
অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধায় জয়পুরহাট সদর ধানাধীন পূর্ব পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাদক কারবারি আজাদ হোসেন (৪২) কে পূর্ব পারুলিয়া এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত সন্দেহজনক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অপহরণকারীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি আজাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
১৮ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে