মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

বিজিবি’র উদ্যোগে জয়পুরহাটের সৌলাগাড়ী বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান

জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় কৃষক ও জনসাধারনের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে সমন্বয়ের  জলাবদ্ধতা নিরসন করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকা  থেকে ১২.২০ ঘটিকা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সীমান্ত পিলার ২৭৪/১০-এস এর নিকটবর্তী ভূটিয়াপাড়া নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতার স্থায়ী সমস্যা নিরসনে বিজিবি-বিএসএফ এর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতকালীন বিএসএফ ভারত পার্শ্বের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে দিয়ে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশের অভ্যন্তরের খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪-বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। এ সময় জয়পুরহাট জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট SUKHVIR DANGAR. এছাড়াও বিএসএফ কমাড্যান্টসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সকল দপ্তরের সদস্যগণ সৌলাগাড়ী বিল ও জলাবদ্ধতার জন্য দায়ী খাল পরিদর্শন করেন।

প্রসঙ্গক্রমে উল্লেখ্যে, প্রাথমিকভাবে পত্নীতলা ব্যাটালিয়ন এর পূর্বে সীমান্ত পিলার ২৭৪ থেকে ২৭৬ এমপি এর মধ্যবর্তী স্থানে ভারত পার্শ্বের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের জন্য স্থানীয় কৃষক ও জনসাধারনের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে উক্ত বিলের জলাবদ্ধতা নিরসন করা হয় এবং পরিশেষে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ অধিনায়কগণ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

আরও খবর