বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণে সি,সি, ব্লকের ৬০ ভাগ কাজ সম্পন্ন ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

বকশীগঞ্জে এবার সাংবাদিক মাসুদের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাংচুর



সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বছর ঘুরে আসতে না আসতেই আবারও 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা শিকার সাংবাদিকের নাম মাসুদ উল হাসান। তিনি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি পদে কর্মরত।  


শুক্রবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই রাতেই চারজনের নামোল্লেখে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। 


শনিবার (৮ জুন) দুপুরে পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় সাংবাদিক মাসুদের ওপর হামলার প্রতিবাদে 

স্থানীয় সাংবাদিকরা সমাবেশ ও মানবন্ধন করেছেন। সাংবাদিকরা অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি এবং তার স্বামী আতিক সিদ্দিকীসহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকেরা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এবং  বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চান।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন স্থানীয় সাংবাদিক ছালাম মাহমুদ বাদি হয়ে জামালপুর আদালতে  

২ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ তোলে 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতির বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় আগামী ২০ জুন স্মৃতির বিরুদ্ধে সমনের আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। মামলার খবরটি স্থানীয সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন স্মৃতি। কিন্তু সাংবাদিক মাসুদসহ বেশকয়েকজন সাংবাদিক ওই খবরটির তথ্য সংগ্রহ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে যোগে বাসায় ফিরছিলেন সাংবাদিক মাসুদ উল হাসান। সেখানে রাসেল আমিনের মার্কেটের সামনে পৌছাঁর মাত্রই সাবেক ভাইস চেয়ারম্যান স্মৃতি এবং তাঁর স্বামী আতিক মিয়ার নেতৃত্বে একদল অপরিচিত লোক সাংবাদিক মাসুদের ওপর অতর্কিত হামলা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাংবাদিক মাসুদকে হত্যার জন্য হাতে ও পিঠে আঘাত করে। সাংবাদিক মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। 

এ সময় মোটর সাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুবৃত্তরা। পরে সাংবাদিক মাসুদের ডাকচিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা  মাসুদকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে  যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় চারজনের নামোল্লেখে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। 


ভুক্তভোগী সাংবাদিক মাসুদ উল হাসান বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে

একাধিক মামলার আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন 

স্মৃতি এবং তাঁর স্বামী আতিকের নেতৃত্বে ৮-৯ জন লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। মোটরসাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়েছে তাঁরা। থানায় অভিযোগ দিয়েছি।'


বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, 'হামলার শিকার মাসুদ একজন পেশাদার সাংবাদিক। হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলাসহ একাধিক মামলার আসামি। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের উপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 


অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি বলেন, 'নিজের দোষত্রুটি ডাকতেই আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।'


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, 'খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার শিকার সাংবাদিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'


উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুসহ কতিপয় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পর দিন ১৫ জুন ময়মনসিংহ জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারানযান। এছাড়া এ উপজেলায় অতীতেও অনেক সাংবাদিক হামলাসহ উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামি হওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের ঘটনার একটিরও বিচার হয়নি।


আরও খবর