বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণে সি,সি, ব্লকের ৬০ ভাগ কাজ সম্পন্ন ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

ইসলামপুরে কাপনে মোড়ানো বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ, স্ত্রী পরিচয়ে লাশের দাবি বৃদ্ধার



জামালপুরের ইসলামপুরে কাপনে মোড়ানো আনুমানিক পঁচাশি বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। স্ত্রী পরিচয়ে লাশের দাবি করছেন হাজেরা বিবি নামে আনুমানিক পঁচাত্তর বছর বয়সী এক নারী।


আজ মঙ্গলবার (২৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে ইসলামপুর থানা-পুলিশ। পরে বেলা সাড়ে ১১টার দিকে থানায় গিয়ে স্ত্রী পরিচয় দিয়ে লাশের দাবি করেন হাজেরা বিবি।



ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ধর্মকুড়া পৌর মার্কেটস্থ আয়শা মেডিকেল হলের সামনে সড়কে কাপনের কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কেবা কারা লাশটি রেখে শটকে পড়ে।



ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, 'লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'কাপনের কাপড় পড়ানো লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করাসহ প্রকৃত রহস্য উদঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। তবে হাজেরা বিবি নামে এক নারী অজ্ঞাতনামা লাশটির দাবি করছে। ওই নারীর ভাষ্য, মৃত ব্যক্তির নাম সত্তার মিয়া। তিনি তাঁর স্বামী। তবে কাগজ-কলমে বিয়ে পড়ানো হয়নি। তাঁর বাবার বাড়ি পৌর শহরের রৌহারকান্দা এলাকায়। বাবা-মা, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজন বলতে তাঁর কেউ নেই। তাঁর স্বামীর চার স্ত্রী ছিলো। 

দীর্ঘদিন থেকে ঢাকায় স্বামী-স্ত্রী একসঙ্গে ভিক্ষার টাকায় জীবিকা নির্বাহ করে আসছিলেন।গত ৬দিন চিকিৎসা নেওয়ার পর গত রবিবার তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্থানীয়দের সহায়তায় গোসল সেরে কাপনে মোড়ায়ে একটি গাড়িযোগে লাশটি নিয়ে  রৌহারকান্দা গ্রামের বাবার বাড়ির উদ্দেশ্যে ইসলামপুরে আসেন ওই নারী। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি না পেয়ে গভীর রাতে অজ্ঞাত চালক লাশটি ধর্মকুড়া এলাকায় রেখে চলে যায়। পরে তিনি ইসলামপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাত কাটান। সকালে ধর্মকুড়া গিয়ে দেখেন লাশ নেই। লোক মারফতে খবর পেয়ে থানায় এসে লাশ নিয়ে যেতে চান ওই নারী।


ওসি সুমন তালুকদার আরও বলেন, 'লাশ দাবি করা হাজেরা বিবির গ্রামের বাড়ির ঠিকানা যাচাই করা হচ্ছে। লাশের ময়নাতদন্তসহ ফিঙ্গার পরীক্ষা করানোর চেষ্টা চলছে। আইনানুসারে লাশটির বিহিত করা হবে।'

আরও খবর