বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণে সি,সি, ব্লকের ৬০ ভাগ কাজ সম্পন্ন ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

উপজেলা নির্বাচনে প্রার্থী চাচা, বাবার 'নিরপেক্ষ' থাকার ঘোষণা এমপি কন্যার


জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের ছোট ভাই ও দলীয় তিন নেতা বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এতে প্রশাসনসহ স্থানীয়দের মধ্যে এমপি নূর মোহাম্মদ

'নিরপেক্ষ' রয়েছেন মর্মে ঘোষণা দিয়েছেন তাঁর মেয়ে 

নৌরিতা জাহান। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার নীলাখিয়া ইউনিয়নস্থ বাঁশকান্দা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে নৌরিতা জাহান তাঁর বাবা এমপি নূর মোহাম্মদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ রয়েছেন মর্মে ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে নৌরিতা জাহান বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার চাচা নজরুল ইসলাম সাত্তার। কিন্তু তাঁকে আমার বাবা এমপি নূর মোহাম্মদসহ পরিবারের সদস্যরা সমর্থন করছেন না। মূলত এই নির্বাচনে এমপি নূর মোহাম্মদের কোন সমর্থিত প্রার্থী নেই।'



এমপি কন্যা নৌরিতা জাহান আরও বলেন, 'আমি রাজনীতি করি না। আমরা বিভিন্ন স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমার বাবা এমপি নূর মোহাম্মদ তাঁর সহোদর ছোট ভাই নজরুল ইসলাম সাত্তারের পক্ষে সর্মথন রয়েছে। এছাড়া বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনে সহযোগিতা করতে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমরা এই ধরনের অপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচনে আমার বাবা এমপি নূর মোহাম্মদ সম্পূর্ণভাবে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।'


উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে  নির্বাচনী আচরণবিধির প্রতি ইঙ্গিত করে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এমপি নূর মোহাম্মদ বলেছিলেন, 'যেহেতু এখানে আমার আসার নিয়ম নাই। যেখানে থাকি, জামালপুরে থাকি, ঢাকায় থাকি, ইন্ডিয়া যাইয়ে থাকি। সবার কাছেই ফোন আছে। ফোনে আমার প্রার্থীকে জিতানোর চেষ্টা করব।' তাঁর এই মন্তব্য স্থানীয়দের মধ্যে সমালোচনার জন্ম দেয়। 

এনিয়ে গত ৫ মে প্রশাসনসহ স্থানীয়দের মধ্যে নিজেকে ‘নিরপেক্ষ’ থাকার জন্য এমপি নূর মোহাম্মদ এক ঘোষণাপত্র দেন। জাতীয় সংসদের লোগোযুক্ত প্যাডে ঘোষণাপত্রে এমপি নূর মোহাম্মদ লিখেছেন, 'আমি আসন্ন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং আমার পক্ষে কোনো ব্যক্তি প্রতিনিধি নেই।'



স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ মে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপি নূর মোহাম্মদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নীলাখায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী নজরুল ইসলাম সাত্তার। একই পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং এবং এমদাদুল হক। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরও খবর