বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণে সি,সি, ব্লকের ৬০ ভাগ কাজ সম্পন্ন ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার

রমজানও মানছে জুয়াড়িরা : অর্ধশতাধিক স্পটে জুয়ার আসর, নিশ্চুপ থানা-পুলিশ


জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহের রমজানও মানছে জুয়াড়িরা। উপজেলার ১২টি ইউনিয়নে অন্তত অর্ধশতাধিক স্পটে জুয়াড়িরা দেদারচ্ছে চালাচ্ছে 

জমজমাট জুয়া খেলার আসর। হত্যাসহ পুলিশ এসল্ট মামলার আসামিও এসব জুয়া খেলার আসরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িরা কয়েকটি চুরির ঘটনাও ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়া নিরোধে দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা পবিত্র মাহের রমজানও মানছে না। অন্তত অর্ধশতাধিক স্পটে অবাধে চলছে জুয়া খেলা। তবে থানার-পুলিশের দাবি, জুয়া খেলা নিরোধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। কোথায় জুয়া খেলা হচ্ছে মর্মে তথ্য তাঁদের জানা নেই। 


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপধরী ইউনিয়নের মণ্ডলপাড়া গুচ্ছগ্রামে, গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে পরিত্যক্ত জমিতে এবং শিশুয়া গ্রামের জুয়া খেলার আসর বসিয়ে আসছে পেশাদার জুয়াড়িরা।জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িা সম্প্রতি ইউনিয়নের কাঁসারীডোবা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে।  


গোয়ালেরচর ইউনিয়নের বেলাকীপাড়া, কুমিরদহ, মিতালী বাজার, খয়াদিরচর, সভারচর, গাইবান্ধা ইউনিয়নের গোয়ারপাড়া, আগুনেচর, আদর্শ গ্রামে, 

বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর এলাকায় প্রতিদিন জুয়া খেলা হচ্ছে।


চরপুটিমারী ইউনিয়নের চিনারচর বাজার, ডিগ্রিরচর সকাল বাজার, পেচারচর, বেনুয়ারচর নামাপাড়া, সরদারপাড়া, দশানীর নদীপাড়ে জুয়া খেলার আসর বসায় জুয়াড়িরা। এছাড়া নোয়ারপাড়া, চরগোয়ালিনী, চিনাডুলী, ইসলামপুর সদর, পলবান্ধা, পাথর্শী, কুলকান্দী ইউনিয়নের বিভিন্ন স্পষ্টে জুয়া খেলার আসর বসানোর কথা জানা গেছে।



নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, 'ইসলামপুর থানায় পুলিশ এসল্ট এবং হত্যা মামলার কতিপয় আসামির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলা হচ্ছে। 


সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, 'জুয়া খেলার আসর বসানোর কথা লোকমুখে শোনেছি। তবে কোথায় কেবা কারা জুয়া খেলার আসর বসিয়ে আসছে, সেটা জানা যায়নি।'


ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জুয়াড়িরা পবিত্র রমজান মাসও মানছে না। মাঝে মধ্যেই খবর শুনি জুয়া খেলা হচ্ছে।'


চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'জুয়াড়িরা চুরি করে জুয়া খেলার আসর বসিয়ে থাকে। কেউ কেউ জুয়া খেলে সবর্শান্ত হয়ে পরিবারের নানাবিধ অশান্তি সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা দেদারচ্ছে জুয়া খেলছে।'


স্থানীয়দের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে জুয়াড়িরা তাদের খেলার ধরন বদলে ফেলেছে। জুয়াড়িরা বিশেষ কৌশল গ্রহণ করছে। আগে টাকার স্তূপ সামনে রেখে খেলা হলেও এখন টাকা থাকে পকেটে। হিসাব রাখে খাতায়। খেলা শেষে জয়-পরাজয় অনুযায়ী টাকার ভাগবাটোয়ারা হয়।


জামালপুর জজ আদালত ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মোহাম্মদ মানিক মিয়া বলেন, আইনের দৃষ্টিতে জুয়া খেলা শুধু একটিমাত্র অপরাধ হলেও এটিকে ঘিরে আরও অনেক অপরাধের সৃষ্টি হয়ে থাকে। চুরি, ছিনতাই ও ডাকাতি থেকে শুরু করে পারিবারিক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা তৈরির নেপথ্যে জুয়া অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে থাকে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'জুয়া খেলার আসর কোথাও আছে বলে খবর পাওয়া যায়নি। তবে জুয়া খেলা যাতে না হয়, সেবিষয়ে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।'


ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, 'জুয়া খেলার আসর বসানোর বিষয়টি আমাদের জানা নেই। তবে জুয়া খেলার তথ্য পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'



আরও খবর