সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মোখা'র প্রভাবে ৩ লবণ কৃষক নিহত

ঘূর্ণিঝড় মোখা যখন উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছিল, তখন মহেশখালী দ্বীপের চাষিরা ঝড়ের কবল থেকে লবণ রক্ষার চেষ্টা করছিল, ওই সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন লবণ চাষি নিহত হয়। ঠান্ডাজনিত কারণে মৃত্যুর কারণ বলে জানিয়েছেন অনেকের স্বজনরা ৷ সাথে আহত হয় আরো কয়েকজন।


রোববার (১৪ মে) সকালে কৃষকরা বের হলেও বাড়ি ফিরতে অনেকের সন্ধ্যা হয়ে যায়, গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে ঠান্ডাজনিত কারণে একজন অসুস্থ হয়ে বাসায় ফিরে হাসপাতালে মৃত্যু বরণ করে, আর দু'জনের লাশ বাসমান অবস্থায় অন্য কৃষকরা খুজে উদ্ধার করে ৷ আরো ৫০-৬০ জন কৃষক ঠান্ডাজনিত কারণে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৷ এর মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসায় ভাল হয়ে বাড়িতে ফিরেছেন বলে জানায় স্বজনরা৷ 


নিহতরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩৮) ও পানিরছড়া বারঘরপাড়ার মরহুম মতিনের ছেলে মো: আনছার(৫০) । 


সূত্র জানায়, রোববার সকাল ১০টায় পলিথিন ও লবণ উঠানোর জন্য শত শত শ্রমিক মাঠে যায়। বৃষ্টির মধ্যে কাজ করে ঠান্ডায় ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়লে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে রিদওয়ানকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


স্থানীয়রা জানিয়েছেন, রবিবাবার (১৪ মে) রাত সাড়ে ১১টায় লবণ মাঠে খুঁজে আনছারের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অন্যদিকে লবণ মাঠে পলিথিন উঠাতে গিয়ে মৃত্যু হয় মুহাম্মদ নেছার নামের আরেকজনের। তাকে রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় সোনা মিয়া নামের আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।


হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঠান্ডাজনিত কারণে তিনজনের মৃত্য হয়েছে, হোয়ানক ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০-৫০ জন লবণচাষি এখনো ঘরে ফিরেনি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৷


মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান জানান, মোখার প্রভাবে ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ২জন সুস্থ হয়েছে, আরো ২জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ৷


মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন জানান, ‘তিন শ্রমিকের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি।’

আরও খবর