কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বে গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে। নিহত ছৈয়দ আলম দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি জানান, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া, বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যায়।
অপরাপর কাঠুরিয়ারা দুপুরে নিহত ছৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা আরো জানায়, নিহত ছৈয়দ আলমের ৩ বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
১৯২ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯৩ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
২১৩ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
২১৬ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩৬ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৪১ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৪৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে