আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। পাড়া-মহল্লা,হাটে-বাজারে পোস্টার-লিফলেট, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
ভোটাররাও কাকে ভোট দিবেন তা নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। প্রার্থীরা গণসংযোগের সময় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
জেলার চারটি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন বৈধ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে রয়েছে। কক্সবাজার-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী না থাকলেও কক্সবাজার-২ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনিত প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনে সংসদ সদস্য শাহীন আক্তার জনসংযোগ,সভা-সমাবেশে ব্যস্থ সময় পার করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। আচরণবিধি প্রতিপালণে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
৪ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৩০ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে