আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। পাড়া-মহল্লা,হাটে-বাজারে পোস্টার-লিফলেট, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

ভোটাররাও কাকে ভোট দিবেন তা নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। প্রার্থীরা গণসংযোগের সময় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

জেলার চারটি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন বৈধ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে রয়েছে। কক্সবাজার-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী না থাকলেও কক্সবাজার-২ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনিত প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনে সংসদ সদস্য শাহীন আক্তার জনসংযোগ,সভা-সমাবেশে ব্যস্থ সময় পার করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। আচরণবিধি প্রতিপালণে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024