কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত, চাঁদাবাজ, ভূমিদস্যূ ও সশস্ত্র সন্ত্রাসী নুরুল ইসলাম প্রকাশ নুরাইয়া প্রকাশ নুরু ডাকাত’কে অস্ত্র ও কার্তুজসহ র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলের লক্ষ্যে র্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন ০১নং ওয়ার্ডের উত্তরণ আবাসিক এলাকায় একজন লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান রাত ০৩.৪০ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন, ০১নং ওয়ার্ডস্থ উত্তরণ আবাসিক এলাকায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পারলে ০১ জন লোক সন্দেহজনক ভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ০১টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় নুরুল ইসলাম @ নুরাইয়া @ নুরু ডাকাত (৩৬), পিতা-মৃত নুর হোসাইন, সাং-পশ্চিম লার পাড়া, ০১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। এছাড়া সে আসামী দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে আসছিল জানায়। রেকর্ডপত্র যাচাইয়ান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ০৭টি অস্ত্র মামলা, ডাকাতি মামলা, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি’সহ মোট ১৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, জোর করে অন্যের জমি দখল, বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়। যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে পত্রপত্রিকায় তার অপকর্মের ব্যাপারে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে জানা যায়।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫২ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৫৫ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে