বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে কক্সবাজারে পৃথক ৫ টি মামলা দায়ের করেছে পুলিশ। হরতাল ও তার পরবর্তি নাশকতা, সহিংসতা সৃষ্টির চেষ্টার দায়ে পুলিশ বাদি হয়ে কক্সবাজারের ৪ টি থানায় এসব মামলা দায়ের করা হয়েছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।
সোমবার দুপুরে পুলিশের একজন জোষ্ট্য কর্মকর্তা ক্ষুদে বার্তা মাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওই ক্ষুদে বার্তায় তিনি দাবি করেন, হরতালকে কেন্দ্র করে কক্সবাজারের বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। যেখানে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, ইট, লাঠি সহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে। এসব ঘটনায়এ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানাসহ ৪ টি থানায় পুলিশ বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেছে।
বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোদ্রব্যদি আইনে দায়ের করা ৫ টি মামলায় শনাক্ত হওয়ায় ৬৬ জনের নাম উল্লেখ করে অন্যান্যদের অজ্ঞাত রাখা হয়েছে। ঘটনাস্থলের ছবি. ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। এসব যাচাই-বাছাই করে অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে দাবি করেন এই
৫ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে