অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা ও রুটপারমিটবিহীন’ বাস চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
বুধবার (১৮ অক্টোবর ২০২৩ ইং) সকাল থেকে চলা ধর্মঘট সাড়ে ৫ টার পর থেকেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করতে দেখা গেছে।
কক্সবাজার জেলা শ্রমিক পরিবহন সভাপতি সেফাইয়েতুল আলম বাবু বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশনায় নিদিষ্ট সময়ের ২ ঘন্টা আগেই কক্সবাজারেও ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
আরকান সড়ক পরিবহন সংগঠনের নেতা মো. জসিম উদ্দিন বলেন, প্রচণ্ড গরম ও সার্বিক দিক বিবেচনা করে কক্সবাজারে সকাল ৬ টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট, আগেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এর আগে, ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা থাকলেও প্রচন্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে আধাঘন্টা আগে প্রত্যাহার করে নেন ঐক্য পরিষদের নেতারা। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ও পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়েছে।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবির গুলো ছিলো ,১) সড়ক ও উপসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা,
২)চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ অপ্রশস্ত সড়কে স্লিপার কোচ নাম দিয়ে দ্বিতল বাস চালানো নিষিদ্ধ করা।
৩) বহিরাগত এসি, নন এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা।
৪) সড়ক-মহাসড়ক-উপসড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক,
৫)ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা,
৬) হাইওয়ের আইন মোতাবেক রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনাসহ হাট-বাজার সরিয়ে নেওয়া,
৭)একই দেশে ঢাকা ও চট্টগ্রামে একই ট্রাফিক আইনে দ্বিগুণ জরিমানার বৈষম্য দূর করা,
৮) চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ,
৯)খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন,
১০)রিকুইজিশনের মাধ্যমে দুই জেলায় রুট পারমিটধারী বাস মিনিবাস কোচ গাড়ি দেশের প্রত্যন্ত এলাকা ও উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশন বাণিজ্য বন্ধ,
১১) কক্সবাজার পৌর বাস টার্মিনালে ময়লা-আবর্জনার স্তূপ অবিলম্বে পরিষ্কার করাসহ বেশ কিছু দাবি দেয়ে ছিল সড়ক পরিবহন মালিক -শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এদিকে সাড়ে ১১ ঘন্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় পর্যটকসহ যাত্রীদের ভীড় বেড়েছে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালে।
৫ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে