সাম্পানের আদলে সমুদ্রের পাড়ে হতে যাচ্ছে কক্সবাজার স্পোর্টস কমপ্লেক্স। নকশার কাজ শেষ, অপেক্ষা প্রকল্প অনুমোদনের। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫শ কোটি টাকা। ৫০একর জমির উপর সমুদ্রের পাড় ঘেষে গড়ে উঠবে কক্সবাজার স্পোর্টস কমপ্লেক্স। নকশা তৈরির পর এবার ডিবিপি তৈরির ধাপে স্পোর্টস কমপ্লেক্সের প্রকল্পটি। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ১২টি স্পোর্টস কমপ্লেক্স প্রকল্পের ১টি কক্সবাজার স্পোর্টস কমপ্লেক্স। যেখানে থাকবে একটি ফুটবল ও হকি স্টেডিয়াম।
পাখির চোখে মনে হবে কমপ্লেক্সটি সাগরে ভাসছে ৩টি সাম্পান। প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের অবস্থান কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ৩ হাজার ৫০০ ফুট দূরে লাবণী বিচ সড়কে অবস্থিত। এই কমপ্লেক্সে ক্রিকেটে ১৫ হাজার, ফুটবলে ১৫ হাজার এবং হকিতে ৮ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম হবে বলে জানানো হয়।কমপ্লেক্সে থাকবে গ্যালারি, ভিআইপি সুবিধা, রেস্তোরাঁ, মিডিয়া, স্টেডিয়াম প্রশাসন, সেবাকক্ষ, স্টোরেজ। এ ছাড়া জিমনেশিয়াম ও ইনডোর অনুশীলনে প্রধান ইনডোর নেটব্লক, সেবাকক্ষ, টিভি রুম, অ্যাকাডেমিতে ডাইনিং, হলরুম, প্রশাসনিক ভবন, কনফারেন্স ভবন, অডিও-ভিজ্যুয়াল কক্ষ ও দৃষ্টিনন্দন পার্কিংয়ের জায়গা থাকবে।
৫ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে