শঙ্খ ধ্বনি ও চন্ডীপাটের মধ্য দিয়ে শুরু হয় দেবী দূর্গার আগমনী বার্তা।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা করছে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদ।
শনিবার সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে মহালয়া উপলক্ষে বের করা শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যার উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।
তিনি বলেন, সকল অসুরও অসুন্দরের বিরুদ্ধে মা দূর্গার প্রত্যয় কে গ্রহন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান। তিনি বলেন বাঙ্গালী জাতির এই উৎসব সুন্দর ভাবে পালন করতে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে।
অলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা সভাপতি দীপংকর বড়ুয়া,সাধারণ সম্পাধক প্রিয়তোষ শর্মা চন্দন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ,সহ সভাপতি রতন দাশ, সহ সভাপতি উদয় শংকর পাল মিটু,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ,সাধারণ সম্পাদক জনি ধর এবং মহালয়া উদযাপন পরিষদের আহবায়ক রামপ্রসাদ দে ও সদস্য সুজন শর্মা সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতারা।
এর আগে মহালয়া উপলক্ষে সকালে অনুষ্ঠিত গীতাপাঠ, নৃত্য,চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়,এবং অসহায় দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পরে অনুষ্টিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে