ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ নিশ্চিতকরণে ২২ দিনের জন্য সারাদেশে সাগর-নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষণা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ অক্সটোবর) সকালে জেলা মৎস্য অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এমন হুঁশিয়ারি দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
তিনি বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে সাগর-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মৌজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। এই বন্ধের সময় মৎস্য অধিদপ্তর থেকে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। তাই কেউ সাগরে আমাদের অগোচরে মাছ ধরতে যাবেননা। আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে।
এসময় স্টেকহোল্ডাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারমধ্যে ইলিশ ছাড়া অন্য মাছ বাজারে বিক্রির, এখানো সাগরে থাকা বোটগুলো কূলে ফেরা, বরফ বিক্রি, বন্ধ মৌসুম জ্যেষ্ঠ মাসে করা, ট্রলিং বন্ধ করা, ছোট ট্রলিং, ফায়ারিং এর ১৫ দিন আগে জানানো, বিএফডিসি ঘাটে স্যানিটেশনের ব্যবস্থা এবং সঠিক সময়ে ভিজিএফ চাল বিতরণের অনুরোধ জানান তাঁরা।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক বদরুদ্দৌজা, মেরিন ফিশারিজ অফিসার ম আ কুদ্দুস, জাহাঙ্গীর আলমসহ মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে