নির্বাচনী জনসমাবেশে ইচ্ছাকৃতভাবে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা ভীতি প্রদর্শক ও মানহানিকর বক্তব্য প্রদান দেওয়ায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন কায়সারুল হক জুয়েল।
মামলায় উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় ২০২৩ সালের ৬ জুন রুমালিয়ারছরা এলাকায় প্রকাশ্যে কায়সারুল হক জুয়েলের পক্ষে নৌকার জন্য ভোট কারচুপির ও ভোট ডাকাতি করেছেন বলে ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে প্রকাশ করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এমন তথ্য মিথ্যা বলে মামলায় আরো উল্লেখ করা হয়, ২০১৯ সালে ইভিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জনগণের বিপুল ভোটে কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে কোনো প্রকার ভোট কারচুপি ও ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এমন মিথ্যা বক্তব্য দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের মানহানি করেছে বলে উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
৫ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে