রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার শান্তিগঞ্জে পিক-আপের ধাক্কায় শিশু নিহত,গুরুতর আহত-১ শেরপুরের ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত আম ধ্বংসসহ ২টি দোকানে জরিমানা ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি জাবিপ্রবিতে ইইই বিভাগে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের আল্টিমেটাম চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত বেশকিছু আম ধ্বংস চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ

মেয়র খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

রাজধানী ঢাকার ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে গত সোমবার (১০ এপ্রিল) তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সিটি মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিলের পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান,  আনুষ্ঠানিক ভাবে তারা মনোনয়নপত্র দাখিল করলেন। এখন দলীয় প্রধানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তারা রাজশাহী ফিরে সে সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। এর পাশাপাশি সিটি করর্পোরেশন নির্বাচনের পরবর্তী প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করবেন। সিদ্ধান্ত আসার পর পুরোদমে দলীয় নেতা কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়বেন।

মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বাগমারা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, সাবেক সহ-সভাপতি সৈয়দ শাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম সরকার (আসলাম)। এছাড়া রাজশাহী সিটি করর্পোরেশনের ৬-৭ জন ওয়ার্ড কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এবার মনোনীত হলে চতুর্থবারের মতো রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি প্রথমবারের মতো রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেনের কাছে পরাজিত হন। 

তবে ২০১৮ সালের ৩০ জুলাইয়ের নির্বাচনে তিনি আবারও মেয়র নির্বাচন করে জয়লাভ করেন। মেয়র হওয়ার আগে তিনি দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ১৯ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে আবারও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন।

গত ৩ এপ্রিল দেশের ৫ সিটি করর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী ২৫ মে গাজীপুর সিটি করর্পোরেশন,১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিটি করর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।
Tag
আরও খবর


রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

৫৩৫ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

৫৮০ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে


জীবনে সময় ফিরে আসে না

৫৯১ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে