চরফ্যাশনে সীমাহীন উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক (এমপি)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার নতুন ভবন ও শশীভূষণ থানায় নবনির্মিত ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময়ে বিএনপি-জামায়াত’র সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রার্থীকে ভোট দিতে হবে। উন্নয়ন সমাবেশে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জান প্রমুখ।
৩৬৪ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৪৩৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৯১ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৫০০ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৫০১ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫৩৩ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫৬১ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৩১ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে