কুমিল্লার চান্দিনায় ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে চান্দিনা উপজেলার জিরুআইশ এলাকায় স্থাপিত মেসার্স মমতাজ ব্রিকস ও মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় মেসার্স হাজী ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ ধারা লংঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ জরিমানা আদায় করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব।
এ সময় চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা অনয় কুমার ঘোস, চান্দিনা থানার এস আই মো. মঞ্জুর হোসেন সহ পুলিশ ফোর্সের সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে চান্দিনা উপজেলায় ইটভাটা পরিচালনার অভিযোগে দুই ইটভাটাকে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুই ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
৩০৮ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪০২ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪১২ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৩৪ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৩৯ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৪৫ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৪৭ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে