বগুড়ার আদমদীঘিতে চা-পানের দোকানে মাদক রেখে বিক্রি করার সময় হেরোইনসহ রুবেল হোসেন (২২) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিম সিংড়া গ্রামস্থ তার দোকান থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘির বড়আখিরা আদর্শপাড়ার আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামস্থ সালমান অটো রাইচ মিলের রাস্তার পাশে মাদক বিক্রেতা রুবেল হোসেন তার চা-পানের দোকানে কৌশলে মাদকদ্রব্য বিক্রি করিতেছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১.৫গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
২ দিন ৪২ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে