প্রকাশের সময়: 19-11-2023 11:41:27 pm
বসন্তের চিঠি (সুমাইয়া আক্তার)
যখন প্রশ্নবিদ্ধ করো শোভনতার দিকে,
নীলাম্বুর গভীরতায় "রক্তিম দিবাকর " লিখার
বৃথা চেষ্টা চালায় এ অবচেতন চিত্ত!
কী, উপকথা মনে হচ্ছে?
যাই বলো অপাঙক্তেও নয় কিন্তু ;
প্রথম দেখায় মিলবন্ধন ঘটেছিল,
কতশত পূর্ব জনমের স্মৃতির!
রূপক মনে হচ্ছে বুঝি??
মনের প্রতিফলিত চারুচিত্র যদি একবার দেখো
সপ্তর্ষিমণ্ডলের সাতকাহন ঘটবে
লিখে রাখো!!
ছলনাময়ী অন্তরইন্দ্রিয়?ভুল ধারনা।
চন্দ্রালোকের আশা কার না থাকে!
বসুধার রীতিতে আমি অবরুদ্ধ;
পরিজনের শিকল বড়ই ব্রহ্মনিষ্ঠ,
দরজা খোলা পিঞ্জরের পাখির পায়ে শিকল তূল্য।।
১৬৫ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬৮ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪৩০ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৪৩৩ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩৫ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩৮ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩৯ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
৪৯৩ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে