রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের অষ্টম এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এস এম মাহফুজকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো সাকিব আহমেদ শাওনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় হাজী মুহম্মদ মহসীন ভবনে ১৭ নাম্বার গ্যালারি রুমে ক্লাবের এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা: আব্দুল খালেক ও সংগঠনের উপদেষ্টা জাকির আল ফারুকী। এছাডাও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাপ্পারাজ রাজু ও মাহাবুর রহমান মাছু সাবেক সভাপতি আনোয়ার আহমেদ স্বাধীন।
কমিটির অন্য সদস্যর হলেন, সহ সভাপতি প্রান্ত কুমার, যুগ্ম সম্পাদক-১ মো জিহাদ আলী, যুগ্ম সম্পাদক-২ আদিবা সুলতানা রানু , সাংগঠনিক সম্পাদক-১ আতিকা নিসাত তাসনিম, সাংগঠনিক সম্পাদক-২ মো. আরমান হোসাইন শুভ , ক্যাশিয়ার আতকিয়া নিশাত, এইচ আর ডি সেক্রেটারি উম্মে নাইম নিরালা, সহকারী এইচ আর ডি সেক্রেটারি শাহরিয়ার মাহমুদ, সেক্রেটারি অফ ইভেন্ট ম্যানেজমেন্ট হোসাইন আহমেদ নুর, সহকারি সেক্রেটারি অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মোছা. তৈয়বা খাতুন, সেক্রেটারি অফ মিডিয়া এন্ড পাবলিকেশন আবিদা ফারজানা চৌধুরী, সহকারী সেক্রেটারি অফ মিডিয়া এন্ড পাবলিকেশন মেহজাবিন বিনতে মনিরুল,কমিউনিকেশন সেক্রেটারি আতিকা আয়েশা,সহকারী কমোনিকেশন সেক্রেটারি জোবাইদা খাতুন জুই, প্রমোশন এন্ড ব্যান্ডিং সেক্রেটারি মো. মেহেদী হাসান, সহকারী প্রমোশন এন্ড ব্যান্ডিং সেক্রেটারি মোছা. নাজনিন নাহার, দপ্তর সম্পাদক মাসুদ রানা ও সহকারী দপ্তর সম্পাদক মাহফুজা আকতার।
নতুন এই কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি মেহেদী হাসান সোহাগ, সহ-সভাপতি আবু সাইদ রনি ও সাধারণ সম্পাদক হাসনাত হাকিম তাদের অভিনন্দন জানান।