ভাষা শহিদদের স্মরণে রাজশাহী কলেজ ক্যাম্পাসে কৃষক মনির প্রায় ৩ হাজার সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লিখে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে ভাষা আন্দোলনের শহিদদের অবদান এবং একুশের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
কৃষক মনির জানান, সূর্যমূখী ফুলগুলো মূলত একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে লাগিয়েছিলাম, তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে, কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিলো।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমূখী ফুলের মাধ্যমে 'অমর একুশ' লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী।
৪ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
২২ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে