ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

একইদিনে জবি,ঢাবির পরীক্ষা: ভোগান্তি শিক্ষার্থী ও অভিভাবকদের

শুরু  হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা। এবার একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'বি' ইউনিটের পরীক্ষা। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে পুরান ঢাকার যানজট তীব্রভাবে ভোগান্তিতে ফেলেছে ।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুরান ঢাকার গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষার হলে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। সদরঘাটগামী যানবাহনগুলো তাঁতীবাজার ও রায় সাহেবের বাজার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হলেও গুলিস্তান পল্টন পর্যন্ত যানজট রয়েছে বলছেন শিক্ষার্থী, অভিভাবক ও উবার চালকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিটের পরীক্ষা তিনটি কেন্দ্রে (সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজ) অনুষ্ঠিত হয়। কয়েক হাজার পরীক্ষার্থী আসায় এ যানজটের মাত্রা আরও বেড়েছে। এতে নাকাল শিক্ষার্থীরা।


একই দিনে পরীক্ষা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের। প্রায় অর্ধলাখ শিক্ষার্থী এদিন পরীক্ষা দেবে। তিনটি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছে পরীক্ষার্থীরা। 


উত্তরা থেকে পরীক্ষা দিতে আসেন নাজমুল। দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবেন তিনি। তবে সময় মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যানজটের কারণে হেঁটে এসেছেন গুলিস্তান থেকে। তিনি জানান, দুপুর ১টায় পরীক্ষা। সেজন্য সকালে বের হয়েছি। কিন্তু তীব্র যানজটে অনেক সময় লেগে গেছে। আমি গুলিস্তান থেকে হেঁটে এসেছি। সারা রাস্তায় গাড়ি আর মানুষ।


রায়সাহেব বাজার থেকে রিকশায় আসতে রুমি খাতুনের সময় লেগেছে ২৫মিনিট। তিনি জানান, আমার পরীক্ষা ১টা থেকে। কিন্তু এটুকু রাস্তা হেঁটে আসলেও কম সময় লাগত। কিন্তু আমি একটু হাঁটলেই পা ব্যথা করে। তাই রিকশা নেওয়া।


ছেলের সাথে পরীক্ষা কেন্দ্র জবিতে এসেছেন সাজ্জাদ হোসেন। তিনি এসেছেন এয়ারপোর্ট থেকে। উবারে চড়ে আসতে তাদের পাড়ি দিতে হয়েছে গুলিস্তানের জ্যাম। তিনি বলেন, আমার ছেলের পরীক্ষা বিকালের শিফটে। তবে এয়ারপোর্ট থেকে আসতে অনেক সময় লেগেছে। গুলিস্তান থেকে আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। সারা রাস্তায় মানুষ আর গাড়ি। অনেকেই হেঁটেও আসছেন।


উল্লেখ্য দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে। আজ 'বি' ইউনিট কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা  এবং বিকেল  ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, 'বি' ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৯৭৪ জন। আসন সংখ্যা ৭৮৫টি। আসনপ্রতি লড়বেন ৫৫ জন শিক্ষার্থী।

আরও খবর



জবি অবকাশ ভবনের ছাদের দেয়ালে ধ্বস, আহত ১

৪ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে