ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ব্রাহ্ম স্কুল আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কী ভাবছেন শিক্ষার্থীরা ?

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 05:37:49 pm

ফাইল ছবি


মোহাম্মদ ইয়াছিন ইসলাম 


১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপই আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই বিদ্যাপীঠের নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এই সময় এটিই ছিল ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জগন্নাথ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম বন্ধ করে ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়। তৎকালীন জগন্নাথ কলেজের ডিগ্রির শিক্ষক, শিক্ষার্থী, গ্রন্থাগারের বই পুস্তক ও জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সাজাতে তৎকালীন জগন্নাথ কলেজ গ্রন্থাগারের ৫০ ভাগ বই দান করা হয়। ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মাধ্যমে এটি পরিপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে আগামী ২০ অক্টোবর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তাই নবীন শিক্ষার্থীদের অনুভূতি তুলে ধরেছেন

 ••• মোহাম্মদ ইয়াছিন ইসলাম-



শিক্ষার্থী হিসেবে গর্বিত আমি


সাফল্যের ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরের পদার্পণ করতে যাচ্ছে প্রাণের বিদ্যাপীঠ যাবে সেই সাথে ১৬৫ বছরের পদার্পণ করছে ঐতিহ্যবাহী এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জবির একজন শিক্ষার্থী হিসেবে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যদিও শোনা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এ বছর একটু সাদামাটা ভাবেই উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। তবুও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিবস উদযাপনের অনুভূতিটা সত্যিই অসাধারণ। চারুকলা চিত্রকর আর আলোকসজ্জা উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। শাড়ি পাঞ্জাবির মেলার হারিয়ে যাওয়া কি চাই আর জন্মদিনের হিসেবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে অবহেলা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাও তোমাতে অধ্যায়নরত প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বিশ্বের বুকে তুলে ধরবে তোমার নাম।



• সাবরিন সুলতানা তিশা



নতুন দিনে নব প্রত্যাশা


নব্যজবিয়ান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমার অনুভূতি মিশ্র। পরিচয়টা খুব অল্পদিনের হলেও অনুভূতির কিন্তু কোনো কমতি নেই । সাত একরের ক্যাম্পাসের প্রতিটি জায়গার সাথে তৈরি হয়েছে এক অন্যরকম সখ্যতা। হাজারো সমস্যাকে অতিক্রম করে আমার বিশ্ববিদ্যালয় সতেরো পেরিয়ে ১৮ বছরে পা রাখতে চলেছে । এজন্য সত্যিই এক আনন্দকর আবেগঘন মুহূর্ত। ২০০৫ সালের ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হাজারো সমস্যা, বাধা-বিপত্তির মুখোমুখি হয়েও জবিয়ানরা হেরে যায়নি । বরং নতুন উদ্যমে এগিয়ে চলেছে। আগামী বছরগুলোতেও যেন আমরা জবিয়ানরা সমস্ত বাধা-বিপত্তি ,পাওয়া -না পাওয়ার আক্ষেপকে দূরে ঠেলে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারি , সেই সাথে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে । নব্যজবিয়ান হিসেবে এই আমার কামনা।



• রাজিয়া আক্তার রিমু 


সীমাবদ্ধতার মাঝেই সুখ খুঁজি


একটি নাম, একটি আবেগ , একটি অনুভূতি। হাজারো স্বপ্নচারীর কাঙ্খিত পথ পাড়ি দেওয়ার এক সোপান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজারো তরুণ-তরুণীর আবেগ যেখানে মিশ্রিত হয় মাত্র ৭ একরের ক্যাম্পাসে। পরিচিত জায়গা সেই শান্ত চত্ত্বর, কাঁঠাল তলা বিবিএ ভবন। এই ছোট ক্যাম্পাসটি আমাদের জবিয়ানদের যেখানে ভ্রাতৃত্বের বন্ধন খুবই অদম্য। হাজার হাজার একরের ক্যাম্পাসধারীদের চেয়েও আমাদের বন্ধন একটু বেশিই, কারন ক্লাস শেষে বের হলেই এক ঝটকায় পরিচিত মুখগুলো সামনে পরে। আফসোস বাংলাদেশের অন্যতম একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় হয়েও বার বার অবহেলিত হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় । কিন্তু সেই অবহেলাকেই করেছে শক্তিতে রুপান্তর, হয়েছে আত্মশক্তিতে বলীয়ান।আমাদের কোনো হল নেই এটি আমাদের সীমাবদ্ধতা কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের দমাতে পারেনি। আমরা একসঙ্গে সামনে অগ্রসর হচ্ছি। আমাদের প্রতিবন্ধকতাগুলোকে চৈতন্যে রুপ দিয়ে সুবিন্যস্ত করেচি হাজারো রুপকথার গল্প।আমাদের মধ্যে থেকেই তৈরি হয়েছে,হচ্ছে, হবে অসংখ্য অনুপ্রাণিত মানুষ ।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮তে পদার্পণ করেছে, সূদুর প্রসারিত পথ পাড়ি দিয়ে জগন্নাথ আজ শুধু একটা নাম না, এটি একটি অনুভূতি, ভালোবাসা আবেগের নাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন হাজারো স্বপ্নচারী শিক্ষার্থীদের স্বপ্ন।  



• নাঈম হাসান আব্দুল্লাহ


আরও খবর