ভিসি স্বাক্ষর না করায় তিনমাস আটকে আছে পরীক্ষা: ববি শিক্ষক গাইবান্ধা থেকে অপহৃত পল্লীচিকিৎসক তিনদিন পর বগুড়া থেকে উদ্ধার। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

চবির উদ্ভিদবিদ্যা বিভাগের বরণ-বিদায় ও সাধারণ শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)উদ্ভিদবিদ্যা বিভাগের নবীন বরন,বিদায় ও সাধারণ শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি পূর্বের ন্যায় এবারো চবি বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠানের হয়।সবার সহযোগিতায় অনেক জাঁকজমকভাবে অনুষ্ঠানটির সূচনা ও শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড.শিরিন আখতার, মাননীয় উপাচার্য(চবি)ব্যস্ত থাকায় অনুষ্ঠানে আসতে পারে নি।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর বেনু কুমার দে,মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক)চবি।আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো:তৌহিদ হোসেন,সম্মানিত ডিন,জীববিজ্ঞান অনুষদ,চবি।

সভাপতির দায়িত্ব পালন করেন প্রফেসর ড.মুহাম্মদ হারুন-উর-রশিদ,উদ্ভিদবিদ্যা বিভাগ,চবি।

শুভেচ্ছা বক্তব্য রেখেছেন প্রফেসর ড.মোশাররফ হোসেন (স্যার),চবি।

"বসন্তের "পড়ন্ত দুপরে সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শুরু করেন।বোটানিক্যাল গার্ডেনে প্রবেশাধিকার সীমিত করার জন্য মাননীয় উপ-উপাচার্যকে অনুরোধ করেন।বোটানিক্যাল গার্ডেনের ইনচার্জ হিসেবে গার্ডেনের সৌন্দর্য ঠিক রাখতে কাজ করতেছেন বলে জানিয়েছেন। 


তারপর প্রফেসর ড.শেখ বখতিয়ার উদ্দীন (স্যার) ভাষার মাসে সকল ভাষা শহীদদের স্মরণ  করে তার বক্তৃতা শুরু করেন।তিনি নবীন শিক্ষার্থীদের সম্পর্কে বলেন- ভালো মানুষ হও, জীবনকে মানব কল্যাণের জন্য ব্যয় করো।

যে যার যায়গায় আছে সেখান থেকেই সন্তুষ্টি অর্জন করতে হবে।হতাশ না হয়ে সবাইকে চেষ্টা করতে বলেন।

চেষ্টা করলে কোনো না কোনো জায়গায় যাবে,সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। 


এর পর মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড.বেনু কুমার শুভেচ্ছা বক্তব্যে রাখেন নবীন ও বিদায় শিক্ষার্থীদের মাঝে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ফ্রাস্ট্রেটেড না হতে বলেন।

তিনি বলেন তোমরা আজ থেকে বোটানি ডিপার্টমেন্টের এলামনাই, চবির এলামনাই,তোমাদের বিদায় দিচ্ছি না।বোটানি ডিপার্টমেন্ট থেকে পাস করে কেউ বেকার নেই,চিন্তার কোনো কারন নেই।তিনি আরো বলেন আমাদের ক্যাম্পাস অনেক ভালো,অনেকে জিজ্ঞেস করে চবি ক্যাম্পাসে অনেক সাপ,আমি বলি কতগুলো মানুষকে কামর দিছে?কত মানুষ মারা গেছে? সাপও প্রকৃতির বন্ধু। তিনি আরো বলেন দিনে এমন কিছু করিও না যেটা রাতে কষ্ট দিবে আবার রাতে এমন কিছু করবে না যেটা দিনে কষ্ট দিবে,(বানীতে মা)।

আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, বাট হতে পারি নি।ক্যামিষ্ট্রিকে ভয় হতো বাট এখানে পড়ে ভালোই লাগছে।তিনি শিক্ষার্থীদের নিজেকে ভালো মানুষ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য  বলেন।খারাপ হওয়ার অনেক পথ আছে, ভালো হওয়ার একটি পথ পড়াশোনা করা।


তারপর সভাপতির বক্তব্যে প্রফেসর ড.হারুন-অর-রশিদ(চেয়ারম্যান, উদ্ভিদবিদ্যা বিভাগ) ভাষা শহীদদের স্মরণ ও বোটানি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতাকে স্মরণ  করে আলোচনা শুরু করেন।তিনি শিক্ষার্থীদের বেকুপ না হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।আগামীর পথচলা সুন্দর হোক এই বলে তাঁর তার বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়।

আরও খবর

এনএসএসিইউর নতুন নেতৃত্বে পুতুল- রনি

৫৮ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে