হিস্ট্রি ক্লাবের (3MPC) প্রতিযোগিতার জয়ী 'টিম হিস্টোগ্রাফার্স '।
২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে, বিবিএ ফ্যাকাল্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাবের ' তিন মিনিট প্রেজেন্টেশন' (3MPC) এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে, প্রথম পর্ব হতে নির্বাচিত হওয়া ৪ টি দল। দল গুলো হলো- সংসপ্তক, রুমি, পীপিলিকা সহ টিম হিস্টোগ্রাফার্স। এবারের উপস্থাপনের বিষয়বস্তু ছিল ইতিহাসের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু যুদ্ধকে ঘিরে। যেমন- পানিপথের যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ ইত্যাদি। আর এই প্রতিযোগীতায় ৩ টি টিমকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় টিম হিস্টোগ্রাফার্স। এই ধরণের আয়োজনের মাধ্যমে হিস্ট্রি ক্লাব চেষ্টা করেছে পুরোনো ইতিহাস শিক্ষার্থীদের মাঝে নতুন করে তুলে ধরার।
উক্ত আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- চ. বি হিস্ট্রি ক্লাবের প্রেডিডেন্ট যীশু মিত্র, সেক্রেটারি ইসরাত জাহান লীনাসহ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি। এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উক্ত আয়োজনের শেষে হিস্ট্রি ক্লাবের প্রেডিসেন্ট যীশু মিত্র, ক্লাবের পরবর্তী কার্যপরিকল্পনা ( ফিল্ড ওয়ার্ক, ক্যারিয়্যার সম্পৃক্ত কর্মশালা) উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
৬ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৭ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১০৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
১২৫ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২৭ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২৮ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে