সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুবিতে ফিউচারনেশনের বৃত্তি প্রদান


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএনডিপির অন্তর্ভুক্ত ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ অ্যাওয়ার্ডিং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কীভাবে মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে, কীভাবে লিংকডইনের প্রোফাইল তৈরি করা যায় ইত্যাদি বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দক্ষতার ওপরও আলোকপাত করা হয়।

প্রায় ১,৩০০ শিক্ষার্থীকে ইমেইলের মাধ্যমে মাস্টারক্লাসের সনদ প্রদান করা হবে। এছাড়া রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে ৩৪ হাজার টাকা সমমূল্যের অনলাইন স্কলারশিপ কোর্স প্রদান করা হবে। ফিউচারনেশনের ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের প্রযুক্তি প্রধান মোহাম্মদ আমিনুর রশিদ খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ভবিষ্যতে শিক্ষার্থীরা যে পথে যাবে, সেই অনুযায়ী তাদের দক্ষতা অর্জন করতে হবে। ইউএনডিপি যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যে এতে অংশ নিয়েছে, তা প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এবং দক্ষতার মাধ্যমে নিজস্ব মূল্য সৃষ্টি করতে হবে। আপনাদের যেসব ক্ষেত্রে দক্ষতা ভালো, সেই দিকেই মনোনিবেশ করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিজনেস ল্যাংগুয়েজ কিছুটা আলাদা। আমাদের দেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুই ধরনের পেশাজীবী রয়েছেন—এক দল সফটওয়্যার তৈরি করেন, আরেক দল সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে কাজ করেন এবং টেকনিক্যাল ও বিজনেস পিপলের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। আমাদের শিক্ষার্থীদের ইংরেজির যে দক্ষতা, তা বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের আরও কার্যক্রম গ্রহণের আশা করছি।”

কুমিল্লা ক্যাম্পাসের ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। শুধুমাত্র একাডেমিক ডিগ্রি থাকলেই সফল হওয়া সম্ভব নয়—দরকার সঠিক দক্ষতা, পরিকল্পনা এবং নিজেকে উপস্থাপনের যোগ্যতা। ফিউচারনেশন, ইউএনডিপি শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে এই আয়োজন করেছে। আমাদের স্কলারশিপ কোর্সগুলোর মধ্যে রয়েছে 'বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ কোর্স', যা আইইএলটিএস C-1 ব্যান্ড স্কোর ৭ এর সমমান। এছাড়া ফ্রন্টিয়ার টেকনোলজির ১০টি জব রোলের প্রশিক্ষণ কোর্স রয়েছে, যা শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে।"

আরও খবর



নেশার টাকা জোগাড়ে চুরির পথ বেছে নেন তারা

৯ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে


কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ

১০ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে