সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম  নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র-জনতার আনন্দ মিছিল মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মী শুভ এবং মাহিন নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ আমি তোমাদের ডাক্তার ভাই, আন্তরিক ও ভালোবাসার সেবায় নিয়োজিত ছিলেন ডা: এড্রিক বেকার ঢাকা - না:গঞ্জ রুটে রেলের ডাবললাইন প্রকল্পের কাজ শুরু দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক পরিবার পেল আর্থিক সহায়তা মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২ : সেরা ৫০ এ কুবির অনন্যা

সংগৃহীত ছবি

দ্বিতীয় বারের মতো বিবাহিত নারীদের নিয়ে শুরু হওয়া সুন্দরী প্রতিযোগিতা 'বি বি বি ( বিডি বাজেট বিউটি )মিসেস ইউনিভার্স বাংলাদেশ- ২০২২ প্রতিযোগিতায় সেরা ৫০ এ জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী সহিহা কবীর অনন্যা। আজ সোমবার (১৭ অক্টোবর) মিসেস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করে।

প্রাথমিক বাছাই শেষে ৮,৯,১০ অক্টোবর শুরু হয় সেরা ১০০ নিয়ে তিন দিনের গ্রমিং। গ্রমিং শেষে অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৫০।

এই সাফল্যে সম্পর্কে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথমত সেরা ১০০তে আসবো এটাই আশা করিনি। এরপর যখন তিন দিনের গ্রুমিং সেশনের পর সেরা ৫০ এর অডিশন হলো তখন আগের থেকে অনেক বেশি টেনশন হচ্ছিল। গ্রুমিংয়ের দুদিন পর রেজাল্ট দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ সকালে দেয় রেজাল্ট। এদিকে এ নিয়ে টেনশনে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। কারণ আমার সাথে অনেক মানুষ আশা জড়ানো ছিল। সবার চাওয়া আমার থেকেও বেশি ছিল। সবার এই চাওয়া অনন্যা জিতবে, অনন্যা সেরা ৫০ এ থাকবে এতো মানুষের আশা ও দোয়াতেই আলহামদুলিল্লাহ আমি আজ এখানে আসতে পেরেছি। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।

সেরা ১০০ থেকে ৫০। আত্নবিশ্বাস আগের থেকে বেশি কিনা জানতে চাইলে বলেন, আত্নবিশ্বাস কেমন তা বলতে পারবো না। কারণ সেরা ৫০ এ যারা এসেছে সবাই এর পাপ্য। এখানে সবাই মেধাবী, সবাই বেশ সুন্দর , সবাই সামনে যাওয়ার যোগ্যতা রাখে। সেরা ২০ বা সামনে যাওয়ার জন্য আরো খানিকটা পথ যেতে হবে। আমি অতটা আশা নিয়ে অপেক্ষা করছি না। আমি শুধু চাই ভালো কিছু করতে যাতে সবাই খুশি হয়।

এই গ্রমিং এ নিজের অর্জনের কথা বললে বলেন,
প্রথমে টপ ১০০নিয়ে তিন দিনের গ্রুমিং শুরু হয়। এটা আসলে প্রাথমিক গ্রুমিংয়ের পাশাপাশি বলা যায় সারাজীবনের গ্রুমিং । এখানে শুধু যে আমাদের নাচ শেখানো হয়েছে এমন না । এর পাশাপাশি নিজেকে সুস্থ রাখার নানা পদ্ধতিও, একটা নির্দিষ্ট সময়ের পর নিজের যত্ন এসবও শিখতে পেরেছি। শ্রদ্ধেয় আব্দুর নূর তুষার স্যারের ক্লাস ছিল বড় পাওয়া। উনার কাছ নতুন করে শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা উত্তরকে সংক্ষেপে সুন্দর করে দেওয়া যায়। এছাড়াও কিভাবে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা যায় তার পাশাপাশি এমন কিছু জিনিস শিখতে পেরেছি যা আমাদের ভবিষ্যৎ তে কাজে লাগবে।

আসলে আমার নামের সাথে জরিয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবতেই গর্ববোধ হয়। আমার এই ছোট্ট অর্জনে বিশ্ববিদ্যালয়ের এতো এতো মানুষের ভালোবাসা পাই তা সত্যিই আমাকে অভিভূত করে।
আমি একটা কথা বলতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয় আর এই প্রতিযোগিতায় সামনে না যেতে পারলেও এই স্বল্প সময়ে যা শিখেছি যা পেয়েছি তা যেন ধরে রাখতে পারি।

উল্লেখ্য, সামনে তিন দিনের গ্রমিং ও অডিশনের মাধ্যমে পর্যায়ক্রমে বাছাইয়ের মাধ্যমে সেরা ২০, ১০ ও ৩ নির্বাচিত করা হবে। সর্বশেষ ২৯ জুলাই সেরা ৩ নিয়ে আয়োজিত হবে ফাইনাল রাউন্ড গালা নাইট
দ্বিতীয় বারের মতো বিবাহিত নারীদের নিয়ে শুরু হওয়া সুন্দরী প্রতিযোগিতা 'বি বি বি ( বিডি বাজেট বিউটি )মিসেস ইউনিভার্স বাংলাদেশ- ২০২২ প্রতিযোগিতায় সেরা ৫০ এ জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী সহিহা কবীর অনন্যা। আজ সোমবার (১৭ অক্টোবর) মিসেস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করে।

প্রাথমিক বাছাই শেষে ৮,৯,১০ অক্টোবর শুরু হয় সেরা ১০০ নিয়ে তিন দিনের গ্রমিং। গ্রমিং শেষে অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৫০।

এই সাফল্যে সম্পর্কে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথমত সেরা ১০০তে আসবো এটাই আশা করিনি। এরপর যখন তিন দিনের গ্রুমিং সেশনের পর সেরা ৫০ এর অডিশন হলো তখন আগের থেকে অনেক বেশি টেনশন হচ্ছিল। গ্রুমিংয়ের দুদিন পর রেজাল্ট দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ সকালে দেয় রেজাল্ট। এদিকে এ নিয়ে টেনশনে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। কারণ আমার সাথে অনেক মানুষ আশা জড়ানো ছিল। সবার চাওয়া আমার থেকেও বেশি ছিল। সবার এই চাওয়া অনন্যা জিতবে, অনন্যা সেরা ৫০ এ থাকবে এতো মানুষের আশা ও দোয়াতেই আলহামদুলিল্লাহ আমি আজ এখানে আসতে পেরেছি। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।

সেরা ১০০ থেকে ৫০। আত্নবিশ্বাস আগের থেকে বেশি কিনা জানতে চাইলে বলেন, আত্নবিশ্বাস কেমন তা বলতে পারবো না। কারণ সেরা ৫০ এ যারা এসেছে সবাই এর পাপ্য। এখানে সবাই মেধাবী, সবাই বেশ সুন্দর , সবাই সামনে যাওয়ার যোগ্যতা রাখে। সেরা ২০ বা সামনে যাওয়ার জন্য আরো খানিকটা পথ যেতে হবে। আমি অতটা আশা নিয়ে অপেক্ষা করছি না। আমি শুধু চাই ভালো কিছু করতে যাতে সবাই খুশি হয়।

এই গ্রমিং এ নিজের অর্জনের কথা বললে বলেন,
প্রথমে টপ ১০০নিয়ে তিন দিনের গ্রুমিং শুরু হয়। এটা আসলে প্রাথমিক গ্রুমিংয়ের পাশাপাশি বলা যায় সারাজীবনের গ্রুমিং । এখানে শুধু যে আমাদের নাচ শেখানো হয়েছে এমন না । এর পাশাপাশি নিজেকে সুস্থ রাখার নানা পদ্ধতিও, একটা নির্দিষ্ট সময়ের পর নিজের যত্ন এসবও শিখতে পেরেছি। শ্রদ্ধেয় আব্দুর নূর তুষার স্যারের ক্লাস ছিল বড় পাওয়া। উনার কাছ নতুন করে শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা উত্তরকে সংক্ষেপে সুন্দর করে দেওয়া যায়। এছাড়াও কিভাবে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা যায় তার পাশাপাশি এমন কিছু জিনিস শিখতে পেরেছি যা আমাদের ভবিষ্যৎ তে কাজে লাগবে।

আসলে আমার নামের সাথে জরিয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবতেই গর্ববোধ হয়। আমার এই ছোট্ট অর্জনে বিশ্ববিদ্যালয়ের এতো এতো মানুষের ভালোবাসা পাই তা সত্যিই আমাকে অভিভূত করে।
আমি একটা কথা বলতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয় আর এই প্রতিযোগিতায় সামনে না যেতে পারলেও এই স্বল্প সময়ে যা শিখেছি যা পেয়েছি তা যেন ধরে রাখতে পারি।

উল্লেখ্য, সামনে তিন দিনের গ্রমিং ও অডিশনের মাধ্যমে পর্যায়ক্রমে বাছাইয়ের মাধ্যমে সেরা ২০, ১০ ও ৩ নির্বাচিত করা হবে। সর্বশেষ ২৯ জুলাই সেরা ৩ নিয়ে আয়োজিত হবে ফাইনাল রাউন্ড গালা নাইট।

আরও খবর



নেশার টাকা জোগাড়ে চুরির পথ বেছে নেন তারা

১৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে


কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ

১৫ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে