প্রকাশের সময়: 24-04-2025 05:41:07 pm
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসমূহ যথাক্রমে সি ইউনিট ২৫ এপ্রিল, বি ইউনিট ০২ মে এবং এ ইউনিট ০৯ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে উক্ত ভর্তি পরীক্ষাসমূহ নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের উপস্থিতিতে ২৩ এপ্রিল ২০২৫ তারিখে রাতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়। এছাড়া যথাসময়ে পরীক্ষার সকর প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
একই সঙ্গে, এই বৃহৎ পরিসরে পরীক্ষা আয়োজনের সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় এবং তাঁদের ধন্যবাদ জানানো হয়।
মাননীয় ভাইস-চ্যান্সেলরগণ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তাঁদের যাত্রা ও পরীক্ষার দিনগুলো যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
১ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে