শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ১ হাজার ৪৫০ মিটার চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা। ১ জুলাই সোমবার বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বাইসা ও ধলিবিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল আটক করেন। আটককৃত জাল ওই এলাকায় জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, “চায়না দুয়ারী” জালে ছোট মাছ থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী বলেন, আমরা সকল প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে ইউএনও স্যারের মাধ্যমে আমরা এ জাল আটক ও ধ্বংস করেছি। অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ৫৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে