সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৩০ জুন রবিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৩২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করার কথা ছিল। তন্মধ্যে ৬ জন অনুপস্থিত থাকায় ৪২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ছিল ট্যাগ অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পরীক্ষার মূল কেন্দ্র, আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ এবং ভেন্যু কেন্দ্র, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ।
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ৫৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে